যতোটাই নারী ভাবি মনে তাতো নও,
বালিকা গন্ধ গায়ে অনেকটা আজও।
কিশোরীসুলভ আচরণও কাটেনি,
বয়ঃসন্ধিক্ষণের ফিসফাস ঘোঁচেনি।
এখনও যায়নি নবীনা উচ্ছ্বলতা,
মায়াবী দৃষ্টিতে শুধু মৌণ ব্যাকুলতা।
পরিপূর্ণ রমণী সবাই হতে পারে?
অনেকের বালখিল্যতা থাকে অন্তরে।
যতোটা প্রেমময় ভাবি তাও নও,
মায়াবতী রূপবতী সে যতোই হও।
কথা বুঝে কাজ-কর্ম হয় না সবার,
সময় ফুরালে বুঝে ভুলটা কাহার।
যতোটা আপন ভাবি মোটেও তা নও,
পলকে পলকে যার তার হয়ে যাও।
--------------- ০ --------------
১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, সকাল: ১১:৫৭ মিনিট, কাব্যকুঞ্জ।
(স্বত্ত্ব সংরক্ষিত)