কোনদিন দেখেছি কি তারে,
একলা পথে হেঁটে যেতে
পিছন ফিরে তাকাতে;
হয়তো বা, হয়তো বা না।
দেখি নাই তারে কোনদিন
উড়ায়ে মেঘলা চুল দক্ষিন বাতাসে
হরিণীর মতো হেঁটে যেতে।
মেঘ হয়ে উড়ে যেতে দেখেছি কি তারে
চাঁদের দেশে, তারার দেশে তারা হয়ে
চোখ টিপে ইশারায় কাছে ডাকতে;
কোনদিন দেখেছি কি এমন দৃশ্য!
হয়তো বা, হয়তো বা না
দেখেছি কি কোনদিন নদী পাড়ে একলা?
মনে পড়ে না, পড়ে না মনে আজ আর,
তার সেই হাসিমুখের বিজলীখেলা প্রভা।
------------------ ০ ----------------
২৩ আগষ্ট ২০২২, ৮ ভাদ্র ১৪২৯, ২৪ মহররম ১৪৪৩, মঙ্গলবার, সকাল: ০০:৫৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)