কেমন আছিস দিদি? আমরা ভালো নাইরে-
জানিস করোনা রোগ ভীষণ ভয় দিতেছে,
'শ্যামলী', ওপারে খুব আনন্দ, ঠিক পাইরে-
আরতো খবর দিলি না; সব কি মনে আছে!
অনেকদিন ও পাড়ায় যাওয়াই হয় না-
ব্যস্ততা গিলে খায় যান্ত্রিক জীবন, সময়,
খুব ভাবি কেন বিষ খেয়ে মরলি! বুঝি না-
জীবন কি এমন ভুলে ভরা কণ্টকময়!
তোর কথা মনে পড়ে; ইচ্ছে করে ঘুরে আসি-
তোর ওই ভূবনে; দেখব কেমন থাকিস?
নিমন্ত্রণ দিলি নাতো; বাঁজালি না আর বাঁশি-
আর দেখাই হলো না; তবু কি মনে রাখিস!
গয়া গাছটার কথা মনে আছে? ভরা পূর্ণিমায় -
পরীরা নাচে আর ঘুম পাড়ানি গান গায়।
-------------- -------------- --------------
০২/০৪/২০২০, ১৯/১২/১৪২৬, বৃহস্পতিবার, সকালঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.
** 'শ্যামলী' আমার শ্রদ্ধেয় এক শিক্ষকের একমাত্র কণ্যা, ১৯৯২ সালের (যতদূর মনে পড়ে) মাঝামাঝি দিকে ইন্টারমিডিয়েট ফার্ষট ইয়ারে পড়াকালীন পারিবারিক কারনে এন্ড্রিন বিষপানে আত্মহত্যা করে।
তখন পারিবারিকভাবে তার বিবাহের কথাবার্তা চলছিল।