এলাম বলেই জেনে গেলাম সেদিন-
তেঁতুলিয়া লঞ্চঘাটের রাস্তার পাশে,
প্রায়ই দেখা হতো কথা হতো বিলাসে-
ছিল কাছের সহজ প্রাপ্তি দৈনন্দিন।
শাসন করেনি কেউ বিষয় এমন-
নয়, মানোনি ভুল; ডুবেছো ভালোবেসে।
কেঁদেছ ভুলটা ভেঙ্গে গেলে অবশেষে -
বুঝতেও পেরেছ সে কতটা আপন!
চিঠিগুলোর প্রতিটি লাইন পড়েছি,
নতুন করে নতুন ভাবে আবিস্কার-
করতে চেষ্টা করেছি, মিলেনি হিসাব।
বার বার অসম্ভব অবাক হয়েছি,
তবে কি শুধুই প্রতারণার শিকার?
প্রেমেও এমন থাকে ছলনা স্বভাব!
-------------- -------------- --------------
২২/০১/২০২০, বুধবার, দুপুরঃ০১ঃ১৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.