ভাঁজ করা ছাতিটা প্রতিদিন ব্যাগে করে বয়ে বেড়াই,
কখন বৃষ্টি হবে কে জানে! মেঘের জমায়েত ঈষাণে।
চৈত্রের দাবদাহ-ই স্বাগত জানায় বৈশাখী বৃষ্টিকে,
স্বপ্নেরা হলুদ পাতার মত ঝরে যায় শেষ বিকালে।
বিরহী বুকের দেয়ালে ঝিলিক দিয়ে ওঠে রক্ত কণা,
দু'ফোটা শীতল শান্তনা প্রলেপ যেন আহত অন্তরে!
হেঁটে যাই জগন্নাথের মোড় ফেলে বামে বাংলাবাজার,
সদরঘাটের কুলির হাকডাক শুনা যায় অদূরে।
কত চেনা মুখ অচেনা হয়েছে সময়ের ব্যবধানে,
কাক-কোকিলে ঝগড়া চিরকাল পরশ্রীকাতরতায়।
যান্ত্রিক জীবন অতিষ্ঠ হেরেমে তবু্ও বাঁজে ঘুঙুর,
বিসমিল্লাহ খাঁ'র সাঁনাই গভীর রাতে ভিজায় চোখ!
আধভাঙ্গা চাঁদ উঁকি দেয় ছেড়ে যাওয়া প্রেয়সীচোখে,
বনবাসে সীতা যমুনায় রাঁই কে কাঁদে কিসের শোকে!
-------------- ---------- -------------- --
১৬/০৩/২০২০, ৩রা চৈত্র ১৪২৬, সোমবার, সকালঃ০৮ঃ৩০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.