নিশ্চুপ থেকেছি বলে ভেবনা হেরেছি,
প্রতিবাদের ভাষা যদিও জানা ঢের-
প্রতিশোধও নিতে জানি তবু্ও ফের,
চাইনি পিছে; মনকে বুঝাতে পেরেছি।
দুঃখের যন্ত্রনা গুলো গোপন করেছি,
থুতু মুখ থেকে মাটিতে ফেললে ফের-
মুখেতে যায় না নেয়া জানা অনেকের,
বিবেকের ফাঁস তাই নিজেই পরেছি।
জিততে চাইনা বলে বারবার হারি-
এ হার হার নয় জিতেরও অধিক,
প্রেমের হারেই লুকায় স্বর্গের সুখ।
সর্বহারা হয়েও তবু বাঁচতে পারি-
ভালোবাসা বুকভরা প্রেম সর্বাধিক,
প্রেমেই বাঁচি প্রেমার্শিতে দেখি এ মুখ।
-------------- -------------- --------------
২৩/০১/২০২০, বৃহস্পতিবার, রাতঃ১১ঃ২১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.