বহুকাল পর মোহনায় আটকে পড়া নদীটি,
সাগর সঙ্গমে কেমন উচ্ছ্বাসে আছড়ে পড়ল।
ঢেউয়ের পরে ঢেউ আহা কি মধুর পরিপাটি,
সবুজ স্বপ্নেরা বুকের জমিনে বিশ্বাস গড়ল।
তারার মেয়েরা চোখ ইশারায় কত কথা বলে,
একলা দুঃখিনী চাঁদ নিরালায় বসে শধু ভাবে-
মেঘের যুবক কোন দোষে তারে ছেড়ে যায় চলে
বুঝেনা বুকের যন্ত্রণা কিভাবে তাহারে জানাবে!
রাতজাগা চোখ স্মৃতিমাখা সুখ মনের উঠোনে
ফাল্গুন বেলায় কাজল ভিজায় হাসির বরষা
ঘুমেরা ছেড়েছে আঁখির আঙ্গিনা রাতের আঁধারে!
ফোনের ওপারে দুইটি পরাণ পুড়েছে দহনে,
জমাট মেঘের বুকেতে ফিরেছে জলজ ভরসা
লালিত কামনা বাসনা বিলাস মনের আধারে।
-------------- -------------- --------------
০১/০২/২০২০, শনিবার, সকালঃ০৩ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.