কত যে প্রেম দিলে বুক ভরা শ্বাস প্রশ্বাস,
কোথায় লুকিয়ে রাখি বলো নিজের বিশ্বাস!
উড়ে এসে লাগছে গায়ে রাঙ্গা সিঁদুর গুড়ো,
তার বুকের ভীরু কাঁপন হচ্ছে বুকে জড়ো।
।
পাড়ার মোড়ে দাঁড়িয়ে থেকে সন্ধ্যে বেলা দেখা,
বছর খানেক পরে বুঝি এ ভাগ্যের লেখা।
কুচির ভাঁজে গুঁজে থাকে মন দাপানো ইচ্ছে,
আঁচল ওড়া হাসিমুখ চোখে শুধু ভাসছে।
।
কিযে কথা তার সাথে কিসের এতো কল্পনা!
এত ভেবেও মন থেকে চিন্তাগুলো যায় না।
একা একা কেমন করে কিবা তাকে বলব,
কোন ফাঁকে বা হাতটি একটু চেপে ধরব!
।
লাল শাড়ী না নীল শাড়ী, কি পরে যে আসবে,
কি জানি সে কাছে এসে কোন কথাটি বলবে!
-------------- -------------- --------------
১৫/০৩/২০১৯, শুক্রবার, সকালঃ০০ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.