মিত্র’দি, বৈকুণ্ঠে তার সাথে পরিচয়,
আমাদের মেয়ে,- বাড়ী কোটালীপাড়ায়।
চারুকলায় পড়াশুনা; আবৃ্ত্তি শিল্পী
হিসেবে সুনাম অনেক, উচ্চারণেও।
নতুন এসেছি বৈকুণ্ঠে মাত্র ক’দিন,
পড়তে গিয়েই মনে হলো এতদিন
যা কিছু শিখেছি সব ভুল; সত্যি ভুল!
জীবন পেরিয়ে গেল, জড়তা কাটেনি।
চ-বর্গের উচ্চারণে ভুলভাল বেশী,
মিত্র’দি দায়িত্ব পেলো শুধরে দিবার।
শামুসুন্নাহার হলের গেটের পাশে
হাজির হতাম তাকে বিরক্ত করতে।
আজ মিত্র’দির জন্মদিনে আন্তরীক
শুভেচ্ছা আর শুভ কামনা তার জন্য।
-------------- ০ ------------
১৪ ডিসেম্বর ২০২১, ২৯ অগ্রহায়ণ ১৪২৮, মঙ্গলবার, সকাল:০৮:৩৩, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত)