এমন সাধ্য কার এই দৃষ্টির মর্ম বুঝে নিতে পারে
চার চোখ এক হলে। হাসির তুলনা করতে পারে
কারো সাথে; বেণী থেকে খসে পড়া ফুলের কথা
ইনিয়ে বিনিয়ে বলে দিতে পারে ভালোবাসা দিয়ে।
যতবার দেখি, ভাবি এমন কি মনের মাধুরী তার
ঈশ্বর দিয়েছে ঢেলে কৃপা করে; বিজলী প্রভায়
যার অনন্ত প্রকাশ সৃষ্টির মাঝে স্রষ্টার মহিমায়।
আহা মেয়ে যে দিকে তাকায় সুন্দরে সুন্দর হয়।
পাপড়ি মেলে দেয় ঘুমন্ত কলি, বাতাস আদর
করে আকাশ নীলিমায় রাঙ্গায়, রংধনু সপ্তরঙ্গে
দৃষ্টিনন্দন করে তোলে, বৃষ্টি শেখায় আদিমতা।
আহা বসন্ত গান গায় হৃদয়ের গোপন কুঠুরিতে।
সাধ্য কি নারীর মধ্যে লুকিয়ে থাকা মনের কথা
জানার! ঈশ্বর কি নিজেও পেরেছে তা কোনদিন!
---------------------------- ০ ----------------
০১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, মঙ্গলবার, বিকাল:০৩:০০, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)