নিজস্ব পৈত্রিক ভিটেমাটির গোপালগঞ্জ নিয়ে গর্ব আজন্মের,
কোটালীপাড়া, মামাবাড়ির মাটিতে মমতাময়ী মা আমার জন্মনাড়ি-
কেটে পুঁতে রেখেছেন; সেই সাথে নিজের রক্তভেজা কষ্টগুলোও।
লোকান্তরিত হয়েও পরম আদরে ঘুমের মধ্যে মাথায় হাত বুলিয়ে-
মা ফিসফিস করে বলে যান, 'খোকন' কোনদিন ভুলে যাসনে বাবা,
এই মাটিতে তোর জন্ম, তোর মায়ের তাজা রক্তে ভেজা পৈত্রিক মাটি।
চোখ বুঁজে নিভৃতে নিরালে লম্বা শ্বাস নিলে তাঁর গায়ের গন্ধ পাই,
আদর-স্নেহ, পরম যত্নে খোলা বুকে জড়িয়ে রাখা সোহাগী স্পর্শ।
মাতৃত্বের আনন্দে গদগদ তিনিও সব মায়ের মত মুখে পুরে দিতেন,
দুগ্ধস্ফীত স্তনের বোঁটা; তাতপর অপলক চেয়ে চেয়ে দেখতেন সব।
আহা দেশ! মা, মাতৃত্ব, ব্যক্তিত্ব, স্বাধীনতা সবকিছু মিলে যেন,
এক সুতোয়, একই হাতে নিপুণভাবে গেঁথে দেওয়া জন্মভূমি মালা।
অন্তরে ধারন করে চলি এই গর্ব, আনন্দ-উচ্ছ্বাস আর মায়া মমতা।
জন্মেছি গোপালগঞ্জে, বেঁচে আছি গর্ভধারিণী মা'কে বুকে নিয়ে।
----------------- ------------------------
১০ই সেপ্টেম্বর ২০২০, ২৬শে ভাদ্র ১৪২৭, ২১শে মহরম ১৪৪২, বৃহস্পতিবার, সকালঃ১০ঃ১২ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.