মায়ের সাথে আমার কোন ছবি নাই,
সেতো আমার বুকের মধ্যে,
হৃৎপিণ্ডের লাল গালিচায়;
শ্বাস-প্রশ্বাসে অনুভবে মা'কেই পাই।
এপার ওপার মাঝখানে এক ফাঁকা,
মায়ের আঁচল জুড়ে নক্সীকাঁথা আঁকা।
-------------------- ---------------
৯ই মে ২০২১, ২৬শে বৈশাখ ১৪২৮, ২৬শে রমযান ১৪৪২, রবিবার, রাত: ০৮:০৭ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited.