তারপর কিছুই গোপন থাকেনি যেমন থাকার কথা ছিল,
আকাশ ভেঙে জল গড়িয়েছে খুব; প্রবল ঝড়ো বাতাসে উল্টোপাল্টা সাজান গাছগাছালি স্বপ্নের আঙুরলতাও।
অকাল বন্যা ভাসিয়ে নিয়েছে বুকের সাহসী নদীটিকে!
রূপোলী ইলিশেরা ধরা পড়েছে শোষক শিকারীর জালে
রূপসী মেয়েটি হয়েছে লাবণ্যহীন হারিয়েছে তার সর্বস্ব!
দুঃস্বপ্নেরা হাঙ্গরের মত গিলেছে ইচ্ছের সাগরে ভাসমান
শাদা শাদা শঙ্খচিল, গর্ভপাত অপচয় ঘটিয়েছে ভ্রূণের।
তারপর, হ্যাঁ হ্যাঁ তারপরও দেখ রঙ্গমঞ্চে কেমন নটনটী
সেজে অভিনীত হচ্ছে ঘণ্টায় ঘণ্টায় নিত্য নতুন নাটক!
বুক কাঁপে না, চোখ কাঁপে না; অবলীলায় হেঁটেই যাচ্ছি
সকলের পাশ কেটে, কেউ তো কিছু বুঝতেই পারছে না!
শুধু পর্দা সরে গেলেই সাজঘরে দেখা যায় প্রকৃত স্বরূপ,
লুকোবার থাকে না কিছু, ধুয়ে মুছে গেলে সব প্রসাধন!
---------------------- ----------------------
২১শে নভেম্ববর ২০২০, ৬ই অগ্রহায়ণ ১৪২৭, ৪ঠা রবিউস সানি ১৪৪২, শনিবার, রাতঃ০৯ঃ৪১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.