পরিপাটি ঘেরা ছিল সাধ্যমত নিরাপত্তায়,
তবু দেখ কাণ্ড! কি মারাত্মক সে বিষয়!
নাইলনের জাল অগুনে পুড়িয়ে ছিঁড়ে নিল
টকটকে লাল দু’টি তাজা যুবতী গোলাপ।
মূলতঃ একেতো চুরি-ই বলে বলে জানি,
চুরি করা ফুল-অঞ্জলিতে দেবতা কি তুষ্ট হয়!
নাকি হয় কৃপা দেবীর! হয় কি পূর্ণ মনস্কাম!!
জানি না দেব-দেবী, ঈশ্বর-ভগবান, প্রভূ
কেন এদের মনে চৌর্যবৃত্তির প্রকাশ ঘটায়!
দূর্গাওতো লুকিয়েছিল অসুরের নীলপদ্ম
কে না জানে! বধ করতে এসে প্রেমার্ত-
প্রত্যাখান করেও এড়াতে পারেনি, কারন
নিজের চোখ উপড়ে অঞ্জলি দিলে তাকে
ঘৃণা করা যায় না। তাই পায়ের নিচে ঠাঁই।
-------------------- ০ ----------------
০৭ অক্টোবর ২০২১, ২২ আশ্বিন ১৪২৮, বৃহস্পতিবার, দুপুর: ০১:১৯, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)