আজ এই যে বন্ধুটি ফেসবুকের আশীর্বাদে পেলাম,
হিসেব করে দেখা গেল, ১১৩ বছর ৮ মাস ৬ দিন
বয়সী একটি স্বঘোষিত ভুত! দেশ বিভাজনের সব
নাটের গুরুদের ঘাড় মটকাতে পুনর্জন্মে আবির্ভুতা।
।
'ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না'
এমন অভয় বানী শুনেও বুকের ধুক পুক থামে না।
আবৃত্তি ও নাট্যাঙ্গনে বসবাস শুনেও বিষ্ময় কাটেনি,
যে জামানায় মানুষকে বিশ্বাস নেই; সেখানে ভুতকে!
।
সন্ধ্যের আলাপচারিতায় বলতেই হলো লক্ষ্মী ভুত,
পাগল আর পাগলামো ছাড়া যে কিছু সৃষ্টি হয় না-
জ্ঞানের এই প্রখর উর্বরতা মুগ্ধতায় ভরে দিল মন,
এমন পাগলী যদি হয় গলার হার, তাতেও নেই হার।
।
দুপুরের ভুত রাতে হয়ে গেল চিকিৎসা বিদ্যার কর্ণধার,
বড় বড় পাগলগুলো নাকি রাতজাগা এনিমিয়ার রোগী!
------------------ ------------------ ---
০৯/১০/২০১৮, মঙ্গলবার সকালঃ০১ঃ৩৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.