বসুন্ধরা সিটি আর শনির আখড়া
নুরপুর, কম নয় দূর, খুব জানা,
তবু মন কেঁদে ওঠে যদি কভু জানি,
ফিরে গেছ সন্ধ্যায় এসে দেখা হলো না।
।
আবার আসলে কোনদিন আগেভাগে
জানিয়ে দিও সুযোগ পেলে দেখা হবে,
বাস রিক্সা ভাড়া গাড়ী যেভাবেই হোক
আসব নিশ্চিত দেখো স্মৃতি হয়ে রবে।
।
কতদিন হয় না যে দেখা মুখোমুখী
কতখানি পোড়ে বুক কেউ তা জানে না,
অন্তর কাঁপানো কান্না আর হৃদয়ের
ভাংচুর অন্য কেউ বুঝতেও পারে না।
।
দিনের যন্ত্রনা সব রাতের আঁধারে
নির্ঘুম জাগিয়ে রাখে রুদ্ধ কারাগারে।
-------- --------- --------- ---------
০৮/০৪/২০১৯, সোমবার, রাতঃ ১১ঃ০৫ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.