কথা ছিল দেখা হবে কথা হবে কাল
ডাকো নাই পাশে এসে পার হলো কাল।
আর কত চেয়ে রব ওই পথ পানে,
ধাড়ী বুড়ী একা পেলে হাত ধরে টানে।
।
চাঁদ তারা মুখ টিপে রাত ভর হাসে,
স্মৃতি গুলো ব্যাথা হয়ে দুই চোখে ভাসে।
একা বসে ফাঁকা ঘরে কত কিযে ভাবি,
মন বলে হারা ধন আর কিরে পাবি!
।
আশা নাই ভাষা নাই কাকে কিবা বলি!
একা তাই বাঁক হারা পথে শুধু চলি।
ছায়া হীন কায়া যেন পিছে পিছে চলে,
মাঝে মাঝে ফিস ফাস কি যেন কি বলে!
।
কথা দিয়ে রাখ নাই কথা শুধু স্মৃতি,
এই বুঝি কলি কালে খাঁটি প্রেম প্রীতি!
------------- -------------- ----------
০৬/০৩/২০১৯, বুধবার, রাতঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.