যার ঘর তারেই যদি না পাই ঘরে,
ক্যামন কষ্ট লাগে বলো পোড়া অন্তরে!
যখন বাতাস বুলায়া কয় নিরালে,
ওই দ্যাখো, দ্যাখো ক্যামনে যায় চলে!
।
কয় না কথা লুকায় ব্যাথা চুপিসারে,
বুঝে না সেই ব্যাথা আজ কান্দায় কারে!
------------- --------------
২৭ আগষ্ট ২০১৯, মঙ্গলবার, দুপুরঃ১২ঃ৩৮ মিনিট,(+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.