আমারেও নিয়া যাও একেলা যাইবা ক্যান এমন নিকষ আন্ধারে!
চলতে ফিরতে হাত বাড়ালে সব সময় পাও কাছে বুকের মন্দিরে।
হ, বুঝছি। দুধের নহর, মধুর নদী, শরাবের সমুদ্র, সত্তুর হুরীর কথা জানাবা না।
ওই লোভে আসি নাই তোমার ঘরে, নিজের কপালই আসল বাকি সব বেগানা।
সাবধানে যাইও তয়, ঘুম না আইলে পাশ ফিরা শুইও কিন্তু সাবধান,
বাম পাঁজরের ব্যথাবিষ বাড়লে শ্বাস নিবা জোরে জোরে দাও জবান।
মনের মইধ্যে হাজার উদবিষ নিয়া থাকতি হবে, জানি ও তুমি বুঝবা না।
বোঝনি কোনদিন মাইয়া মাইনসের মনের কান্দন বুক ভরা যাতনা।
অহন আর বুঝাবার নাই কিছু, যাও যদি ছাইড়া মাঝ দইরার তুফাণে,
দোষগুণ কে কী ভাবে! এ সমাজ চায় বেটাছেইলাগো ভোগের জোগানে।
জন্মের মাটি ছাইড়া ভাতারের ঘর তারপর ক্রমাগত পোলাপাইনের ভাগাভাগি,
এইতো মাইয়াগো জীবন কপালের কিবা দোষ জন্মইতো ভোগের লাগি।
আদম, ভোলানাথ, মহাদেব, শিব, প্রভূ সবারই ভোগের পরম পণ্য,
তাদেরই হাড়ে, ঘামে, বীর্যে সৃষ্টি নারীদেহ রতির আগুনে পুড়বার জন্য।
--------------------- --------------------
১৪ই সেপ্টেম্বর ২০২০, ৩০শে ভাদ্র ১৪২৭, ২৫শে মহরম ১৪৪২, সোমবার, সন্ধ্যাঃ০৬ঃ৫০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.