কতোটা মৃত্যুর দিকে এগুচ্ছি
কতোটা বা এ জীবনের দিকে-
সে যোগ-বিয়োগ এখন না হয় থাক; আপাতত ক্ষত
পায়ের নিচে রক্তছাপ মুছে ফেলতে পারলেই ভালো।
কে খুনী? কে-ইবা হন্তারক!
সেই সব কোন বিষয়ই নয়।
খুঁটি শক্ত থাকলেই দামড়া-দামড়ি চক্রাকারে ঘুরবেই,
ওদের বড় জোড় একটা হাম্বা! আর কি আছে নিজস্ব!
মায়ের বুকের দুধ! ওতো কবেই
শুকিয়ে গেছে! বেশ্যার দালালেরা-
জরির ফিতেয় তোরণ সাজিয়ে চোখেমুখে ধুলো দিচ্ছে,
আহা! কি সোন্দর বায়োস্কোপ! কি চমৎকার ভেলকি!
কতোবার মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আজ
শেষ পর্যন্ত আশ্চর্যভাবে নিয়তির পরাকাষ্ঠে ঝুলন্ত লাশ।
-------------------- ----------------------
২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২ই ফাল্গুন ১৮২৭, ১২ই রজব ১৪৪২, বৃহস্পতিবার, রাত:১১:২২ মিনিট, ঢাকা
Unauthorized use or reproduction for any reason is prohibited.