কি করে বা ছুঁই তারে, এ মন উতলা-
কাছে গেলে কথা ফুরায়; হয় না বলা!
মনে মনে যা ভাবি; মনেই রয়ে যায়,
দিবারাতির স্বপ্নগুলো বুক পোড়ায়।
চোখে যে তার নীরব ভাষা পড়ি একা,
পথের মাঝে মুচকি হাসি হলে দেখা।
বুকের মধ্যে মেঘগর্জন; বারে বারে
বিজলী চমক, সে কি তা বুঝতে পারে!
হাত বাড়ালে যায় যে সরে থাকে দূরে,
তবু কেন ডাকে এমন নীরব সুরে!
ঘর ভাঙ্গা ঘর কেন ভাঙ্গে বলি কারে?
মুগ্ধ করে নেয় কেড়ে হৃদয়খানিরে।
এক পা এগুই দুই পা পিছুই ভয়ে,
যায় বসন্ত এই যাতনা একা সয়ে।
-------------------- ০ ---------------
১২ ফেব্রুয়ারি ২০২২, ২৯ মাঘ ১৪২৮, শনিবার, সকাল:০৭:৪০, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)।