এমন কইরা আচানক ডাক পাড়ো ক্যান!
ক্যান জিগাও কুয়ার পানিতে রুই-কাতলার খলবলানির কথা?
শরম হয় না বুঝি বেগানার কাছে ঘেঁষতে,
শালপাতার বিড়ির শ্যাষ টানে দম দিয়া পুড়াইছ কি সব লাজ।
মাঝ রাইতে মন চাইলেইতো ঘুম ভাঙ্গাইতা,
তারপর পূর্ণিমা কি আমাবইস্যা কিছুই যে মানোনি কোন দিন।
বিহানের রোদে সবাই দেখছে শরম শুকাতে,
মধ্যি উঠানে গুনার তারে ছড়ানো শাড়ি-ছায়া, ব্লাউজের তলে বডিস।
অহন নতুন সুরে ডাক পাড়ো, খোয়াব দেহাও-
তহন মনে আছিল না, তালাক যে দিলা! নেশার ঘোর বুঝি কাটছে!
পথ না পাইয়া শরমের মাথা খাইয়া রাস্তায় নামছি,
এহন আর ভয় ডর নাই; দুইন্যার বেবাগ নেশায় পাইয়া বইছে দ্যাহো।
ফিরনের দুয়ার যে বন্ধ; ও আর হবে নানে খোয়া গেছে সোনার ছাবি,
কেমনে খুলবা তালা! সাধ্য কি আছে? ফিরা যাও, রাখি নাই দাবী!
----------------- ---------------------
১৭ই সেপ্টেম্বর ২০২০, ২রা আশ্বিন ১৪২৭, ২৮শে মহরম ১৪৪২, বৃহস্পতিবার, রাতঃ০৮ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.
** আঞ্চলিক ভাষার ব্যবহারে বেশকিছু শব্দের বানান একটু ভিন্নভাবে লেখা হলো।