'শাপলা' 'পলাশ' উপখ্যান আরো আগে,
সমাধান হলে জীবনটা ভিন্নভাবে-
রঙ্গিন হতে পারতো; পারতোই ঠিক,
নিঃসঙ্গতার চাবুক ছুঁতোনা এতোটা।
দৃষ্টির আড়ালে বলে দূরত্ব যতোটা,
তারচেয়ে বেশী হৃদয়ের কাছাকাছি
আত্মার আবাস; বুঝেছি দু'জন আজ-
একাকীত্ব যখন ঘিরেছে চারিপাশ।
প্রাপ্তির ডালিতে কষ্টকষ যতোখানি
অমৃত সুধার মতো ঢেলেছি গলায়,
কোন অপরাধ বোধ তাড়না করেনি।
নীরব রয়েছে ভুল বুঝে অভিমানী,
দুঃখের প্রদীপ জ্বেলে আপন কুলায়-
দু'হাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরেনি।
-------------- -------------- --------------
০২/০২/২০২০, রবিবার, বিকালঃ০১ঃ৫৯ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reason is prohibited.