নীরব সত্য বলে কিছু কিছু জিনিস থাকে,
থেকেই যায়।
সেগুলো প্রকাশ হয় না, প্রকাশ করেও না,
পর্দা সরে গেলে নাটকের মহড়া দেখা যায়।
ভাত রান্না করতেও জ্বাল বেশী হলে পোড়ে
পোড়া গন্ধ হয়-
অত্যাচার অতিমাত্রায় বেড়ে গেলে সেখানেও
গন্ধ ছড়ায়; কালি ছড়ায় গড়ায় আর মাখায়।
‘যাহা রটে তাহা কিছু বটে’ ছোটবেলায় বইয়ে
পড়েছি বহুবার,
এখনও মানি সেসব কথা, প্রবাদ বাক্য হিসেবে
প্রবাদও মিথ্যে হতে দেখেছি কর্তৃত্বের অপশাসনে।
পেশীশক্তির ব্যবহার বেড়ে গেলে অপশক্তি প্রাধান্য
পায়,- বোধ শূণ্য হয়। নির্বোধ জয়ের নিশান উড়ায়।
------------------ ০ ----------------
২৭ সেপ্টেম্বর ২০২২, ১২ আশ্বিন ১৪২৯, ৩০ সফর ১৪৪৩, মঙ্গলবার, সকাল: ০০:৫৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)