ছিলাম অন্য এক কাজে, এসে ঘুরিয়ে দিলে মন,
মুখ ফিরিয়ে চেয়ে দেখি কদম শুভেচ্ছা বর্ষণ।
আষাঢ়ের প্রথম দিনে কবির জন্য ভালোবাসা,
বৃষ্টির মতো কবিতা আসুক কলমে এ প্রত্যাশা।
ওই হাসিমুখে অমলিন হাসি থাক চিরদিন,
অন্তরে কবির ভালোবাসা; একটুখানি ঋণ।
--------------------- ---------------------
১৫ই জুন ২০২০, ১লা আষাঢ় ১৪২৭, সোমবার, সকালঃ ১০ঃ৩১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.