*** লেখাটির যত জায়গায় রসুল শব্দটা লেখা হয়েছে বিশ্বাসীগন নিজ দায়িত্বে (সঃ) পড়ে নিবেন। (সবার জন্য প্রযোজ্য নয়।)
------------ -------------- --------------
।
-------------- কাজী এনামুল হক
।
কদম রসুল; দৃশ্য অতি মনোরম,
জঙ্গলাকীর্ণ শীতলক্ষ্যা নদীর পূর্ব
পাড়ে, দিওয়ান মনওয়ার খান-ই
সর্বপ্রথম দরগাহ বাড়ী করেন।
।
ইশা খাঁ'র আদেশক্রমে মাসুম খাঁন
কাবুলী, পাথরে খচিত রসুলের এ
পবিত্র পদচিহ্ন দরগাহ শরীফে
ষাট ফুট উঁচু টিলায় স্থাপন করে।
।
তখন খাদেম ছিলেন সৈয়দ হাজী
নূর মুহাম্মদ, সম্রাট শাহজাহান
আশি বিঘা করমুক্ত জমি দেওয়ার
ওয়াদা করেন; শাহ সুজা দিয়ে যান।
।
ভক্তি ও বিশ্বাসে পাথরে খচিত চিত্র,
ইতিহাসে হয়ে যায় কদম রসুল!
------------- -------------- --------------
১৭/০৩/২০১৯, রবিবার, দুপুরঃ০১ঃ২১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.