অন্ধকারের ঘোমটার আঁড়ালে
জীবনের ধুসর সময়গুলোর কিছু কিছু
কেটে যায় বিষন্নতায় - এই সব পাতাদের সাথে
গভীর নিঃশ্বাসে; বুকের অতলে ডুব সাঁতারে।
আবার জেগে উঠি প্রবল প্রাণপ্রাচুর্যে-
তবু কোথায় যেন এক শরবিদ্ধ পাখীর যন্ত্রণা
হৃদপিণ্ডের রক্তে ঢেউ দিয়ে যায়,
খুব অন্ধকারে নিঃশব্দে নিশুতি রাতের প্রহরে।
দিন রাত মাস বছর যুগ কেটে যায়
কেটে যায় এমন করে প্রহর গুনে ফুল ফুটাবার
স্বপ্ন দেখাবার,- সুমসৃণ পথ চলার
চিন্তা ও চেতনার গভীরে চলে নিমগ্নতায় জ্বীর্ণযাপন।
মন শুধু অন্ধকারে শূণ্য হাতখানি বাড়ায় আলোর সন্ধানে;
চারিদিকে এইসব কালোপর্দা ছিঁড়ে বাহিরে আসবে বলে।
ডিসেম্বর ১৯, ২০২২
বিকাল: ০৪:৫৭