ওই চোখে স্বপ্ন দেখি ওই মুখে হাসি,
তাই এতো প্রাণ খুলে তারে ভালোবাসি।
সব কথা দুঃখ ব্যথা বুকে বয়ে মেয়ে,
নদী যেন যায় বয়ে ভাটি গান গেয়ে।
।
সারা রাত চাঁদ তারা; জোনাকী পালায়,
ভোর হলে গায় পাখী খোলা জানালায়।
তারে দেখি সোনা রোদে এসে খোলা চুলে,
দুই হাত বাড়ায় সে অভিমান ভুলে।
।
কমলাকোয়া ভরা অমৃত সুধারাশি,
বুকেতে যুবতী চিন বাগান বিলাসী।
জমিনে ফুটায় ফুল মৌসুমি আবাদে,
রোদ-বৃষ্টি, নুন-ঘাম, অঙ্গ সুধা স্বাদে।
।
আহারে পরাণ পাখী উড়ু উড়ু ভাব,
শুনেছি তেমন তার যুবতী স্বভাব।
--------- --------- --------- ------
১৭/০৪/২০১৯, বুধবার, রাতঃ ০৯ঃ২১ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.