হুম, ভালো থাকা কি খুব সহজ বিষয় বলে মনে হয়!
চাঁদ থেকে কলঙ্ক চুঁয়ে পড়ে হলুদ কান্নায়,
তারার নাকফুল খসে পড়ে বিচিত্র ঘেন্নায়
আঁচলে থাকে না লুকানো ফাল্গনের যুবতী নিঃস্বাস।
।
পাঁজরের হাড়ে হাড়ে বাঁজে নৈমিত্তিক দুঃখের কাঁসর।
মোম গলা ক্ষীণ অলোয় কাঁদে এই শূন্য জীবন বাসর!
-------------- -------------- ---
১৬/০৬/২০১৯, রবিবার, সকালঃ০৭ঃ০৩ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.