মত প্রকাশ করতে সব্রার্গে
নিজেকে স্বাধীন করতে হয়।
আমি, তুমি, তারা,- কে কবে কখন কিভাবে স্বাধীন!
মায়ের গর্ভ থেকে মানুষ
নাড়ী কাটার পর মুক্তভাবেই জন্মায়
কিন্তু জন্মের পর থেকেই
কোন না কোন শৃঙ্খলেই আবদ্ধ থাকে, থাকতে হয়।
তাই কারো স্বাধীন সকল মত আর প্রকাশ করা হয় না।
গ্রেফতারী পরোয়ানা, চাপাতির ধার, ক্রসফায়ার এসব
দুশ্চিন্তা সঞ্চার করে জাগতিক, সাংসারিক মায়াবন্ধনে।
লজ্জায় ঘৃণায় কিছু চাপা কান্না ও অসহ্য দংশন যন্ত্রনা
বুকে বয়ে ছটফট করতে করতে
এক সময় সর্বংসহা নির্বাক ধরিত্রী মাতৃগর্ভে ঢুকে যায়।
আহা মানুষ! আহারে মানব জন্ম!
----------------------------- ----------------------------
১৮ই জুলাই ২০২০, ৩রা শ্রাবন ১৪২৭, শনিবার, সকালঃ১০ঃ০১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.