'গঙ্গাজল কখনো অপবিত্র হয় না'
অথচ মানুষের মন,
পবিত্রতা হারায় প্রতি পলে পলে।
মেঘের রঙ নদীর গতি নারীর মন
বুঝা হলো না আর,
তার আগেই শোরগোল পড়ে গেল।
আহা জীবন কী অসহায়ত্ব নিয়ে বাঁচা!
সীমিত সময়, গণ্ডি-
নিয়ে কোন ইচ্ছেই পূরণ হয় না কারুর।
লক্ষণরেখা মুছে দিয়ে হাঁটতে চাই দূরান্তে
জন্ম চাই বহুবার
দেহ নশ্বর হলেও আত্মা জানি অবিনশ্বর।
স্বপ্ন ইচ্ছে কামনা বাসনাগুলো গঙ্গাজল হোক,
জন্মান্তরে পূর্ণ হোক প্রেম মুছে যাক সব শোক।
---------------- ----------------------
১৩ই মে ২০২১, ৩০শে বৈশাখ ১৪২৮, ৩০শে রমযান ১৪৪২, বৃ্হস্পতিবার, সকাল:০৭:৪৮ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited.