জানি না, জানা যায় না কাল কি হবে রাত পোহালে,
অনেক স্বপ্ন জমা হয়ে থাকে বুকে; মন ভুলালে।
পায়রা ডানা মেলে ওড়াউড়ি খেলা করে উঠোনে,
ইচ্ছে শস্যকণা খেয়ে উড়ে যায় অন্যের অঙ্গনে।
আশা নিরাশায় দিন-মাস-বছর ফুরালে বুঝি,
যা চেয়েছি পাই নি; পুনরায় নতুন স্বপ্ন খুঁজি।
শুধু জানা যায় না, অনন্ত চাহিদা পুরবে কিনা
সৃষ্টির লীলাখেলায় বাজে এই জীবনের বীণা।
সুরের মরমী মুর্ছনা বুঝে কে! নিজেরও মন
ঘুরে ফিরে, অমোঘ সে বাণীর কাছেই সমর্পন।
কাল শুধু কাল হয়েই ঘুরে ফিরে আসে দুয়ারে,
‘যায় দিন ভালো,’ মন্দ বুঝি তাই ফিরে বারে বারে।
‘সবুরে এখন আর মেওয়া ফলে না’, দুঃসময়-
সময়-অসময় বেদনায় ক্ষত করে হৃদয়।
-------------------- ০ -----------
০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, শনিবার, সকাল:০১:০৮, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত) See less