চলে গেলে বলে গেলে না বিপীন পার্কের পথ স্বাক্ষী,
জানলাম না কখন ফুরাল সব কাজ; সন্ধ্যার কাকলি।
চাঁদ উঠলে আলো, ডুবলে অন্ধকার সেতো জানা কথা
সরু গলিতে নামেনি তিমির ঘোর বণিতাদের হাকডাক!
।
ভালোবাসা বুকের মধ্যে টুনটুনির খুব ছোট্ট এক বাসা
ফুরুৎফারুৎ ওড়াওড়ি রোদ বৃষ্টি ফাগুনের বসন্ত বৈভব
ভালো লাগে বলেই ভাবাভাবি বিরহী চিন্তার চৌরঙ্গীতে
চোখ বুঁজে অনুভবে সাঁতার কাটি কাকচক্ষু পদ্মপুকুরে।
।
পাঁজরে যে ব্যাথা বাঁজে চিনচিন অহর্নিশ বুঝে না কেউ
বলিনি কাউকে গোপনক্ষরণে কেমন করে নিঃশেষ হই।একটু কোমলস্পর্শে কতোটা প্রশান্তির শীতল প্রলেপ
বুঝলে না, গভীর আলিঙ্গনে ডুবে যেতে কতটা যে সুখ!
।
বুকের কড়া নেড়ে কোথায় লুকাও বলো অনিচ্ছা শরমে!
ইশারায় ডাক দিলে তবু আজও জেগে উঠি অনন্ত বিশ্বাসে।
-------------- -------------- ---
২৫ জুন ২০১৯, মঙ্গলবার, সকালঃ০২ঃ৩৩ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.