গর্ভে যদি ধরতে পারলি বুকে কেন রাখলি না,
শৌচাগারে ফেলে দিয়ে নিজের মানও রাখলি না।
নিজের ও কি এমন জন্ম হয়েছিল কারো পেটে,
সমাজ এখন দেখবে সে সব আদ্যোপান্ত ঘেঁটে।
।
দত্তক নিতেও ভীড় জমেছে কার ঘরে যে যাই,
জন্ম নিয়ে জারজ হলাম নিজ পরিচয় নাই।
-------------- -------------- -------------- --------------
১৫/০৫/২০১৯, বুধবার, বিকালঃ ০৩ঃ৪০ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.