রাত্রির মত অন্ধকার বুকে নিয়ে,
দীর্ঘশ্বাসের চাদরে বসে নুনের উনুনে সেঁকে নিতে চাই
মাঘনিশীথের বরফ মনের জমাটবাঁধা স্বপ্নরাশিগুলো।
উঁইদের দাঁতে তবু কেঁটে যায় বাহুবন্ধনের সুতো-গিঁট।
ফিরে আসা জাহাজের নোঙ্গর,
স্থায়ীত্ব পায় না বদ্বীপে; ছুঁটে যেতে হয়,- তরঙ্গে তরঙ্গে
ভেসে ভেসে চেনা-অচেনা কতো বিচিত্র বাহারী বন্দরে!
সময় থাকে না খাঁচায় বন্দি; জীবনও ছুটে চলে অসীমে।
একবার কথার সেতু পার হয়ে,
একবার সম্পর্কসিঁড়িতে উঠেও; স্থির থাকে না পায়রামন-
কি চঞ্চলা চড়ুই ডানা মেলে ওড়ে বেবুশ্যেদের চুমকিচাঁদে!
কস্তুরীঘ্রাণ আনমনা মন কুলের ঠিকানা খুঁজে পায় না আর।
এক কালো রাত্রির রূপে মন পড়ে থাকে বুকের বারান্দাজুড়ে;
হিজলের ডালে যে কোকিল ডাকে সমুদ্রগর্জন তাকে গিলেছে।
------------------ ০ ----------------
৩০ আগষ্ট ২০২২, ১৫ ভাদ্র ১৪২৯, ২ সফর ১৪৪৩, মঙ্গলবার, দুপুর: ০২:১৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)