সবাই ফাঁকিতে ফেলে চলে যেতে চাও!
যাবেই! তাহলে যাও; সব নিয়ে যাও।
এখানে ওখানে ছড়ান যা কিছু তা ও,
ঈগল দৃষ্টিতে যতোটা সন্ধান পাও।
।
কিছুই চাই না একান্ত নিজের করে,
আপন হয় না কিছু পৃথিবীর পরে।
বুঝিয়ে দিয়েছ পুরাতন রীতিনীতি,
নতুন নিয়মে বেঁধে প্রিয়জন প্রীতি।
।
ঠুনকো হৃদ্যতা কথায় কথায় যারা
দেখাতে অভ্যস্ত নাটকীয়তার ধারা,
ঘৃণাই করেছি চিরকাল চিরন্তন-
মায়াকান্নায় কাঁদে না দুঃখে পোড়া মন।
।
দাবী ছাড়া প্রিয় ধন, ফিরিয়ে চাই না,
হারানো সম্পদে সুখ খুঁজেও পাই না।
-------------- -------------- ------
১০/০৪/২০১৪, বুধবার, সকালঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.