রাই কি কৃষ্ণকে ডেকেছিলো যমুনায়?
নাকি কৃষ্ণ-ই রাইকে কদম তলায়!
মনের দুয়ার কি ছিলো খোলা রাধার?
জানালায় ছিলো নাকি কদম সুবাস!
মতান্তর যা-ই থাক; দু’জনের ছিলো
মনের সায়,- দায়; দু’জনেরই প্রতি।
কোন মনে পরাবে শিকল কোন দোষে?
যমুনায় কি কদমতলায় বিচার!
এসব লীলাতো মানুষেরা হাসিমুখে
মেনে নেয়,- কেন নেয়! স্বর্গলালসায়!
প্রেম যদি স্বর্গবাসী,- মানুষে মানুষে
কেন তবে হানাহানি! সমাজ দূষণ!
প্রেম মরে না,- প্রেমিক-প্রেমিকাও তবে
অমর ধরায়; ইতিহাস সাক্ষ্য দেয়।
------------------ ০ ----------------
১০ সেপ্টেম্বর ২০২২, ২৬ ভাদ্র ১৪২৯, ১৩ সফর ১৪৪৩, শনিবার, সকাল: ০১:০৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)