কেন নিতে চাও ডেকে দূরে - বহুদূরে
অন্ধকারে; রমণীর খোলাচুলে খেলা
করে ফণার মতো হিসহিস দুঃস্বপ্ন-
যেখানে বেদনা কাঁতর রাতের কান্না।
গভীর এক মৃত্যুর পরে জেগে উঠে,
গভীর জলের মতো - নদীর বুকের
উপর চ্ছলচ্ছল ঢেউ জীবন প্রবাহ
যার; তারে কেন ডাকো অন্ধকারে,- দূরে!
তোমারও কি এমন কান্না জমেছিল
বুকে কোনদিন; বুঝেছিলে হৃদয়ের
অশ্রুপাত কতো ভয়ানক যন্ত্রনার,
কোন ব্যথা লেগেছিল বুকে - ঝড়বৃষ্টি!
রুপসী জ্যোৎস্নায় চাঁদও কাঁদে আকাশে,
আমারও হৃদয় কাঁদে; ভাঙ্গে দীর্ঘশ্বাসে!
------------------ ০ ----------------
১৪ সেপ্টেম্বর ২০২২, ৩০ ভাদ্র ১৪২৯, ১৭ সফর ১৪৪৩, বুধবার, দুপুর: ০১:৪১ কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)