পরাণ জুড়িয়ে গেল আহা পরাণ জুড়িয়ে গেলো,
ভাগ্যের জোরে এমন বন্ধু এইতো প্রভাতে এলো।
বসন্ত বায় গান গেয়ে যায় মিষ্টি মধুর সুরে,
দেখি না তারে পাশ ফিরে চেয়ে সে যে থাকে সুদুরে।
গানে গানে পাই মন খারাপের মন বাতায়নে,
গোপনে এসে হেসে-খেলে-দুলে সে যায় যে গোপনে।
------------------------ ০ ----------------------
২২ ডিসেম্বর ২০২১, ৭ পৌষ ১৪২৮, বুধবার, সকাল:১১:৫৫, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত)