তয় কি পাগল হোতি কছ্! দেহছ্ না
মাইনষে ক্যামুন মুখ বুইজা থাহে!
গতরের চামড়া ছিঁইড়া যায় তবু
টু-শব্দ করে না, ক্যান্ করে না জানোছ্?
জানবি ক্যামনে, ঘরবন্দি মাই্ন্ষে
কি কিছু জান্বার পারে! সেদিন নাই-
ধলা গাই দুধ দিলে সর নিয়া খাবি,
পাকা আম সরবি কলা পাবি না আর।
বেবাক খাদ্য খোরাকতো কাউয়া চিলে
লুইট্টা খায়। তোর আমার কি জোটে!
খোদার খাসি আর রাম ছাগলে চাটে,
বুঝ্লি,- থাক্ বুইঝবার কাম নাই।
এসব বুঝতি গেলি বাঁচা যাবি নানে,
গা-গতর বাঁচাই চলিস সাবধানে!
---------------- ০ ----------------
২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, সোমবার, রাত:০৯:৪৩, কাব্যকুঞ্জ,
(স্বত্ব সংরক্ষিত)