-------------- কাজী এনামুল হকফোটা
,
ছোট্ট কথাগুলো বলা হয়ে গেলে বুঝি,
দাঁড়াবার প্রয়োজন থাকে না মোটেই।
যাযাবর জীবনের গানে সুর নেই,
সে সব জেনেও অন্ধকারে কি যে খুঁজি!
।
একেবারে ব্যক্তিগত ঘটনা প্রবাহ-
প্রকাশ করে না কেউ; নিতান্ত বিপাকে
পড়লে হয়তো অনিচ্ছায় কাছে ডাকে,
যায় না বুঝা তাতে কারুর অন্তর্দাহ।
।
বুঝে বা না বুঝে খুব বেশী কাছাকাছি
অন্তরঙ্গ অন্তর খুলেই দেখাদেখি,
পীরিতি পুরানো হলে হয় লেখালেখি
তারপর যে যার ফোটা ফুলের মাছি।
।
উড়ে উড়ে জ্বলে পুড়ে মধু মাখামাখি,
সময় পেলেই ঠোঁটে ঠোঁট রাখারাখি।
-------------------- -------------
২৪/০৩/২০১৯, রবিবার, দপুরঃ১২ঃ৩৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.