এই যাওয়া যাওয়া নয় অলক্ষ্যে ফিরেই আসা বার বার,
সে ফিরে আসে নির্দ্ধিধায় তারা শুধুই ফিরে আসে তারপর-
এই পাতা ঝরা শীতের সকাল অকপটে সত্য বলে দেয়
সে আসছে তারা আসছে গাঢ় সবুজে শ্যামলে ঋতু বদলে।
শুণ্য এ উঠোনে খেলা করে কাকাতুয়া চড়ুই শালিক কাক,
অদূরে হৃদয়ে তার স্রোতের উজানে পড়ে পিরিতের টান।
-------------- -------------- --------------
০৪/০২/২০২০, মঙ্গলবার, বিকালঃ০১ঃ২০ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reason is prohibited.