এসো ভিজি দুজনায় তুমুল বৃষ্টিতে,
কতোদিন ধরি না ওই কোমল হাত।
ছুঁই না চিবুক, ঠোঁটের সুদৃশ্য তিল-
আঙ্গুলের ফাঁকেও রাখি না এ আঙ্গুল।
এসো শাসনের রাঙ্গা চোখ ফাঁকি দিয়ে,
দুয়ার খুলে চলো যাই পথপ্রান্তরে।
সাজগোজ, বিনুনি পড়ে থাক এ বেলা
ধুয়ে যাক সকল কৃত্রিম প্রসাধন।
এ জীবন ফুরালে আর পাবো না ফিরে,
জানি না আর জন্মে আসব কার ঘরে!
জাতপাত ধর্ম-বর্ণভেদ ভুলে গিয়ে,
চলো উপভোগ করি এ ক্ষুদ্র জীবন।
এসো পথ চলি নির্ভয়ে নির্ভাবনায়,
দুঃখ ভুলে স্বপ্ন বুনি সুখচেতনায়।
------------ ০ -----------
০৯ জুন ২০২১, বুধবার, দুপুর: ০১:৩২ মিনিট