পুতুল খেলতে গিয়ে এই তো সেদিনও,
বর-বৌ সেজে দু’জনেই মিচকি মিচকি হাসতাম,
প্লেটে ইদুরের মাটিতে রান্না পোলাও তুলে দিয়ে
কচুড়ীপাতার পাখায় বাতাস করতে।
তারপর কলার পাতা দিয়ে ছাউনিতে বাধা ঘরে,
পাশাপাশি শুয়ে কতো কী ফিসফাস! মনে পড়ে?
হাসি পায় ভীষন; কী না করতাম সেই ছোটবেলায়,
এখন যার ঘরে তাকে কী তেমন করে ভালবাসো?
পারো কি সেইসব দিনের কথা ভুলে প্রিয় মানুষকে,
তালপাখায় বাতাস করতে, পোলাও রেঁধে খাওয়াতে।
নিজে রান্না করে খাই; বেশ পারি।
হাত পোড়ে না কিন্তু মনটা পুড়ে কেমন খাক হয়।
কেন সেই পুতুল খেলার মতো পাশে এলে না,
চোখ ইশারায় বললে না, একটু আদর করো!
=========== ০ ===============
০৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার,সকালঃ ০০:৫৪ মিনিট
(স্বত্ত সংরক্ষিত)