আজকাল ডাকবাক্সে চিঠি পড়ে না জেনেও,
আকাশ ছোঁয়া রোদের প্রাচীর ডিঙ্গিয়ে নীল মানবী-
ছুটে যায় গাছ তলায় দাঁড়িয়ে থাকা ডাকবাক্সের কাছে।
সুনসান ছায়ায় হাত রাখে লজ্জারাঙা শরীরে,
লালচেলীর উপর শাদা অক্ষরে লেখা চিঠির বাক্স-
প্রত্যাশিত একটি খামও সে পায়নি কত দিন মাস সাল!
কেউ এখন আর তেমন করে ডাকঘরে যায় না,
মোবাইলের বাটন টিপলে পলকেই সব জানা যায়-
এমনকি চোখের সামনে হাজির হয় প্রতিক্ষীত প্রিয় মুখ।
মাছরাঙ্গা প্রতিক্ষা কে করে এখন! কেবল সেই-
কষ্টে বুকপোড়া নীল মানবী পায়ে পায়ে হেঁটে যায়,
সুখে দুঃখে বৈরী সময়ে জীবনের নীরব সাক্ষীর কাছে।
বুকে বন্দি নিঃশ্বাস হাসপাস করে দীর্ঘশ্বাসে মুক্তি খুঁজে,
ফিরে আসে শূণ্যহাতে রঙিন কোন খাম পায় না মানবী।
-------------------- ---------------------
৭ই নভেম্ববর ২০২০, ২২শে কার্ত্তিক ১৪২৭, ২০শে রবিউল আউয়াল ১৪৪২, শনিবার, রাতঃ০৭ঃ৫৪ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.