৫০ টি ঘুমের বড়ি,
তারপর কি হয়েছিল; না তেমন জানাও হয়নি-
বলেনি, শুধু মা-বাবার কান্না; স্বজনের শোক
ডাক্তারের দুর্ব্যবহার!
তার বেশী আর কোন প্রশান্তি মেলেনি বিক্ষত মনে,
তাবৎ ঘৃণা তার নিজের প্রতি, প্রচন্ড উদ্যামহীনতা!
হাসপাতালের বিছানায় নিস্তব্ধ অসাঢ় পড়ে থাকা-
অলৌকিক ঘরে ফিরে,
হীনমন্যতায় দিনরাত প্রতিক্ষণ অসম্ভব আজেবাজে
একরাশ অসঙ্গত দুশ্চিন্তা!
কুরে কুরে খাচ্ছে জীবন,
উঁই পোকার মত অসম্মানের ঢিবি গড়ে উঠছে চতুর্দিকে
জীবন কেনবা এমন অসংলগ্ন বুঝতে পারে না মেয়েটি-
একটা ভুলের এতটা মাশুল!
-------------- ------------
০৩/০৩/২০২০, মঙ্গলবার, রাতঃ১১ঃ৫৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.