তোমার লেখা পড়লে,
বুকের মধ্যে কোথায় যেন একই সাথে-
মুগ্ধতার মধু আর বেদনার বিষ জমা হয়।
তখন মাকড়শা হয়ে যাই।
মিহিজালে চোখ পা ফেলে,
শব্ধের সিঁড়ি বেয়ে নীলশাড়ী থেকে ভাঁজগুলো
খুলতে খুলতে হঠাৎ টের পাই কার্ণিশে বৃষ্টিপাত,
সানশেড খুঁজি পাই না তাও।
অতল সমুদ্রের তল থেকে,
বর্ণমালার মণি-মুক্তো তুলে আনা খুব কি সহজ!
অনিঃশেষ বিশ্বাসে তবু বারবার ডুবুরী হয়ে যাই,
পানকৌড়ি সাঁতারে সারাবেলা।
একবার রূপোলী জ্যোৎস্নায় দেখেছিলাম সে কি রূপ!
সেই থেকে কানামাছি ঘোর কেটে গেলে, দাঁড়াই হলুদে।
------------------- ০ -------------------
২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, সোমবার, বিকাল:০৩:৪৩, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত)