ক্রমশঃ এগুতে এগুতে যখন একেবারেই কাছাকাছি,
রূপের মাধুর্য আর তনুশ্রী সুঘ্রাণে তৃপ্ত প্রায়!
দুই চোখ বুঁজে অনুভুতির রাজ্যে তোলপাড়!
মনে হলো বাতাসে রেশমী চুলগুলো উড়ে পড়ল মুখে।
।
চোখ মেলে অবাক; কাঠফাটা চৈতী রোদে পিচগলা পথে,
বুকের উপর একা ঈশ্বর দাঁড়িয়ে; আর কোথাও কেউ নেই!
------------------ ------------------
৩১/১০/২০১৮, বুধবার, সন্ধ্যাঃ ০৬ঃ৩১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.