একদিন বৈশাখে ছিলাম
তাহাদের সাথে,
অতি কাছের জন যারা আজ
রয়েছে বহুদূরে।
।
দৃষ্টির আড়ালে তবু মনে হয়
এইতো বুকের মধ্যে
আদরে লুকায়।
।
তাহাদেরই নিশ্বাস চোখেমুখে
নিয়ত আলোড়িত করে
সতেজ সজীবতায়,
।
ভোরের শিশির হয়ে পোড়া বুকে
শীতল প্রলেপ।
জুড়ায় দুইচোখ স্বপ্নে আসে যায়
অতীত আঙ্গিনায়।
-------------- -------------- --------------
১৪/৪/২০১৯, রবিবার, সন্ধ্যাঃ ০৬ঃ৫৮ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited