আবার করেছে মেঘ, আকাশের উঠোন জুড়ে;
ঝুপঝাপ ঝরবে বৃষ্টি, বটের পাতায়, কলমির
ডগায়; মজা ডোবায়, নদী-নালা-খাল বিলে,
অবিরাম বৃষ্টিরা করবে স্নান, মানুষের সাথে।
নামবে পাহাড়ী ঢল, বসতি ঘরের চাল ছুঁয়ে,
ভাসাবে গাছপালা, ঘরবাড়ী, পশু-পাখী স্রোতে।
বন্যার ভয়াবহ রূপ নিয়ে, কেড়ে নেবে অযুত
প্রাণ মানুষের, পালিত প্রাণীর, ছোট্ট শিশুর।
সাঁতার শিখেনি যে কিশোর-কিশোরী; কিম্বা
বৃদ্ধ-বৃদ্ধা, চলৎশক্তিহীন শুয়ে আছে ঘরে রুগ্ন।
ওষুধপথ্য, বাচ্চার খেলনা, লেপ-তোষক বিছানা-
পত্র; ভাসায়ে নেবে সব দৃষ্টির নাগালের বাহিরে।
এই মেঘ, এই বৃষ্টি-জল জানে না ভোগান্তি, সব
ডুবে যাওয়া মানুষের; প্রকৃতির নির্মম প্রতিশোধ!
---------------------- ০ --------------------
২৩ জুন ২০২২, ৯ আষাঢ় ১৪২৯, ২৩ জিলক্বদ ১৪৪৩, বৃহস্পতিবার, দুপুর:০১:৪৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)